প্রকাশিত: Wed, Aug 23, 2023 9:48 PM
আপডেট: Tue, Jan 27, 2026 3:38 PM

[১]ইতিহাস গড়ে চাঁদের দক্ষিণ মেরু বিজয় ভারতের চন্দ্রযান-৩

ইমরুল শাহেদ: [২] তীব্র আবেগ-উচ্ছ্বাস, উত্তেজনার মধ্যে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম  ভারতের সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদে অবতরণ করে। ভারতসহ উৎসাহী বিশ্ববাসী রুদ্ধশ্বাসে অবতরণের এই দৃশ্য উপভোগ করেছেন। চূড়ান্ত পর্যায়ের এই অবতরণ প্রক্রিয়ায় ১৯ মিনিট সময় লেগেছে। তৈরি হয়েছে ইতিহাস। চাঁদে সফল ভাবে মহাকাশযান অবতরণ করানো দেশের তালিকায় চতুর্থ হিসাবে নাম লেখাল ভারত (আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন ও চীন)। আর চাঁদের দক্ষিণ মেরু আবিষ্কারের একক কৃতিত্বও পেল কেবলমাত্র ভারত। সূত্র: ভারতের আনন্দবাজার, এনডিটিভি।

[৩] এই ঐতিহাসিক মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিকস সম্মেলনে ছিলেন দক্ষিণ আফ্রিকায়। সেখান থেকে ভার্চুয়ালি যুক্ত থেকে এ দৃশ্য দেখেন প্রধানমন্ত্রী। অবতরণ শেষ হওয়ার পর তিনি ইসরোর পুরো টিম, বিজ্ঞানী এবং দেশবাসীকে শুভেচ্ছা জানান। চাঁদে বিক্রমের অবতরণের পর জাতীয় পতাকা নাড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। 

[৪] চন্দ্রযান-৩ যেখানে নেমেছে, চাঁদের ওই অঞ্চলে বরফপানি অথবা জমাটবাঁধা বরফ রয়েছে। এতে স্থানটি পানির পাশাপাশি হতে পারে অক্সিজেন ও জ্বালানির উৎস, যা ভবিষ্যতে আরও চন্দ্রাভিযান অথবা স্থায়ীভাবে চাঁদে বসতি গড়তে সহায়ক হতে পারে।

[৫] প্রশ্ন হচ্ছে, কেন চন্দ্রযান-৩ অবতরণের জন্য বুধবার সন্ধ্যাকেই বেছে নিলেন ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর বিজ্ঞানীরা? ইসরো বিজ্ঞানীদের দাবি, ২৩ আগস্ট তারিখটি খুব সাবধানে বেছে নিয়েছে ইসরো। চাঁদে অবতরণের পর ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান তাদের বাকি অভিযান এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সৌরশক্তি ব্যবহার করবে। চাঁদের এক মাস হয় পৃথিবীর হিসাবে ২৮ দিনে। এক চান্দ্রমাসে টানা ১৪ দিন রাত আর ১৪ দিন থাকে। তাই চন্দ্রযান যদি এমন সময়ে অবতরণ করে যখন চাঁদ অন্ধকারে ডুবে থাকবে, তা হলে, এটি কাজ করবে না। তাই সূর্যের আলো থাকতে থাকতেই ল্যান্ডার এবং রোভারটি চাঁদের বুকে নামাতে চাইছে ইসরো।

[৬] ইসরো হিসাব কষে দেখেছে ২২ আগস্ট চাঁদের রাত্রিযাপন শেষ হচ্ছে। ২৩ আগস্ট থেকে টানা ১৪ দিন চাঁদের দক্ষিণ মেরুতে দিন থাকবে। সূর্যের আলোয় ঝকঝক করবে চন্দ্রপৃষ্ঠ। ২৩ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ মেরুতে দিন থাকবে। ফলে সৌরশক্তি ব্যবহার করে নিজেদের কাজ চালাবে বিক্রম এবং প্রজ্ঞান। পাশাপাশি, ভবিষ্যতের জন্য শক্তি সঞ্চয় করে রাখবে তারা। 

[৭] প্রায় একই সময়ে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের জন্য লুনা-২৫ নামের মহাকাশযান পাঠিয়েছিল রাশিয়া। তবে রাশিয়ার মহাকাশযানটি  শনিবার চাঁদে বিধ্বস্ত হয়। এর মধ্য দিয়ে ৪৭ বছরের মধ্যে রাশিয়ার প্রথম চন্দ্রাভিযান ব্যর্থ হয়।

[৮] ২০১৯ সালে চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণের উদ্দেশ্যে চন্দ্রযান-২ পাঠিয়েছিল ভারত। কিন্তু অভিযানটি ব্যর্থ হয়।

[৯] গত ১৪ জুলাই ভারতের অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করা হয়। চন্দ্রযান-৩-এর ল্যান্ডারের নাম ‘বিক্রম’, রোভারের নাম ‘প্রজ্ঞান’। সম্পাদনা: ইকবাল খান